কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ কুখ্যাত জিয়া বাহিনীর ৯ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে মহেশখালীর কালারমারছড়ার সামিরাঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়া পাড়া ও টেকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মহেশখালীর কালারমারছড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে স্থানীয় জনগণকে জিম্মি করে লবণের মাঠ ও চিংড়িঘোনা অবৈধভাবে দখল করে রেখেছে। স্থানীয়রা প্রতিবাদ করলে ওই সন্ত্রাসীরা বিভিন্নভাবে হুমকি দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। পরে ভুক্তভোগীরা কোস্ট গার্ডের শরণাপন্ন হলে সংস্থাটি ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ায়।
এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গুলি, ১৫ রাউন্ড তাজা কার্তুজ, ২টি ম্যাগাজিন, ১৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ ‘জিয়া বাহিনী’র ৯ সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোহাম্মদ আলী (৫৪), মানিক (২৭), গিয়াস উদ্দিন (৫৯), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫২), সবুজ (২৭), আতিকুর রহমান (৩২), রিজওয়ান (২৪) ও নাদিম উদ্দিন (৩৫)। তারা মহেশখালীর কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বাসিন্দা।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত ও আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন