সারা দেশে ধারাবাহিক অগ্নিকাণ্ডের আতঙ্কের মধ্যেই এবার আগুন লেগেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ১২ মিনিটের দিকে শহরের কলাতলী মোড়ে অবস্থিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আগুন লাগে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানান, ইসলামিক স্টাডিজ বিভাগের একটি কম্পিউটারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বিভাগের কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টার মধ্যে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন