কক্সবাজার শহরে সক্রিয় ভয়ংকর এক ছিনতাই চক্রের পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১১টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা ছিনতাই কাজে ব্যবহার করা হতো।
শনিবার (১৯ অক্টোবর) রাতভর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় থানার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ পিয়ার।
তিনি জানান, ১৯ অক্টোবর বিকেলে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। কয়েকজন ছিনতাইকারী সিএনজি অটোরিকশাযোগে এসে এক পর্যটককে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এতে ওই পর্যটক আহত হন।
ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের নজরে আসে। পরে সদর মডেল থানার একটি বিশেষ দল দ্রুত অভিযান চালিয়ে স্বল্প সময়ের মধ্যেই ঘটনায় জড়িত পেশাদার ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম (২৪), মো. বাবুল (৪০), ইমরান সরোয়ার ইমন (২২), মো. সোহেল (২২), মো. সিদ্দিক ওরফে কানাইয়া (৪০)। তারা কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ছিনতাইয়ের শিকার পর্যটক সাইফুল্লাহ (২২), যিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাহালি এলাকার বাসিন্দা কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন