কক্সবাজারে দুই বছরের জন্য ট্যুরিজম ডেস্টিনেশন ডেভেলপমেন্ট (২০২৫-২০২৭) খসড়া পরিকল্পনা উপস্থাপন ও মতামত গ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) শহরের একটি হোটেলে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর আইএসইসি প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড।
কর্মশালায় পর্যটন উন্নয়ন পরিকল্পনার কৌশল, কার্যক্রম ও বাস্তবায়ন নির্দেশনা নিয়ে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিনিধিরা মতামত দেন।
প্রধান অতিথি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী বলেন, স্থানীয় পর্যটন উন্নয়নের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং জেলা প্রশাসনে একটি বিশেষ ট্যুরিজম সেল গঠনের উদ্যোগ নেওয়া হবে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, নিরাপত্তার ঘাটতি নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং নিরাপদ পর্যটন ব্যবস্থায় পুলিশ সার্বিক সহযোগিতা দেবে।
সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, পর্যটনের স্থায়িত্ব নিশ্চিত করতে প্রাকৃতিক সম্পদ রক্ষায় এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।
আইএলও’র ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নাভিদ আকবর জানান, পর্যটনসহ বিভিন্ন খাতে আইএলও’র সহযোগিতা অব্যাহত থাকবে।
কর্মশালায় সরকারি দপ্তর, বেসরকারি খাত, এনজিও, স্থানীয় সরকার ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন