বগুড়া জেলা বিএনপির সহসভাপতি, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনে ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার বলেছেন, আসন্ন নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে সারা দেশের ন্যায় বগুড়াতেও ব্যাপক উন্নয়ন হবে, ইনশাআল্লাহ।
বুধবার (১২ নভেম্বর) রাতে আদমদীঘি উপজেলার শিয়ালসন গ্রামে প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নের জন্য জনগণকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুস সবুর খন্দকার এবং সঞ্চালনা করেন আবু মোতালেব। এ সময় আরও বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, খন্দকার মেহেদী হাসান, মহিলা নেত্রী এইচ এম মুক্তা, আব্দুর রহিম মন্ডল ও যুবদল নেতা জুয়েল রানা প্রমুখ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন