মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০১:১৫ পিএম

১০ কোটি টাকার জালসহ ৩৩ জেলে আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০১:১৫ পিএম

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলেকে আটক করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলেকে আটক করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। একই অভিযানে দুটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট সংলগ্ন নীল বয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল নদীতে অভিযান চালায়। তখন অবৈধ জাল দিয়ে মাছ ধরার সময় দুটি ফিশিং বোট থেকে ৩৩ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা।

অভিযানের সময় কোস্টগার্ডের দল যখন আরেকটি ফিশিং বোটকে ধাওয়া করছিল, তখন জেলেরা আকস্মিকভাবে হামলা চালায়। এতে কোস্টগার্ডের এক সদস্য ও একজন মাঝি আহত হন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘জব্দকৃত অবৈধ জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।’

তিনি আরও জানান, অবৈধ মৎস্য আহরণ রোধে ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Shera Lather
Link copied!