ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ইয়ারফোনে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ল যুবক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৪:১০ পিএম
নিহত ইমরান হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে রেললাইনে বসে ইয়ারফোনে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-পাবনা রেলরুটের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে কৃষিজমিতে দিনমজুরদের কাজে লাগাতে নিয়ে গিয়েছিলেন ইমরান। কাজের ফাঁকে তিনি রেললাইনে বসে ইয়ারফোনে গান শুনছিলেন। এ সময় ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মামা হাবিবুর রহমান জানান, ইমরান বাবা-মায়ের একমাত্র সন্তান। গত বছর তিনি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।