ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

‘রেষারেষি’ নাটক ঘিরে বিতর্ক! সাদ্দাম মালকে লিগ্যাল নোটিশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০১:৩৯ পিএম
কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মাল। ছবি- সংগৃহীত

আঞ্চলিক ভাষায় নির্মিত ব্যতিক্রমধর্মী কনটেন্ট দিয়ে দেশজুড়ে পরিচিতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালকে এবার লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) পটুয়াখালীর কলাপাড়া থেকে ছাত্র অধিকার পরিষদের নেতা রবিউল আউয়াল অন্তর এর পক্ষে আইনজীবী জেড এম কাওসার তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে অভিযোগ করা হয়েছে, সদ্য প্রকাশিত নাটক ‘রেষারেষি’তে এক আপত্তিকর ২ মিনিটের দৃশ্য রবিউল আউয়াল অন্তরের চরিত্র হননের উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। নাটকের এই অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, নোটিশকারী নিজেই বিতর্কে জড়ান। কারণ তার আগের কিছু কর্মকাণ্ড সামনে আসে এবং সমালোচনার মুখে পড়েন। 

নোটিশে আরও বলা হয়েছে, অন্তর একজন দুর্নীতিবিরোধী কর্মী হিসেবে পরিচিত। তাকে অপহরণের ঘটনা নিয়ে বর্তমানে থানায় তদন্ত চলছে। এরই মাঝে নাটকের বিতর্কিত দৃশ্যটি তার বিরুদ্ধে অপপ্রচারের অংশ বলেও দাবি করা হয়। 

তবে ‘রেষারেষি’ নাটক কুয়াকাটা মাল্টিমিডিয়ার ব্যানারে প্রচারিত হয়নি বলে জানান ইউটিউব চ্যানেলটির পরিচালক শুভ কবির।

তিনি বলেন, নাটকটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং সাদ্দাম মালও তাদের সঙ্গে যুক্ত নন। 

অভিযোগের বিষয়ে জানাতে চাইলে কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মাল জানান, তারা কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে টার্গেট করে গল্প তৈরি করেন না। নাটকের গল্প থাকে কাল্পনিক, কাউকে হেয়প্রতিপন্ন করার জন্য কাউকে ইস্যু করে কিছু করেন না। তাদের অভিনয়গুলো যদি কারো জীবনের সঙ্গে মিলে যায়, কেউ যদি মনে করে সে অপরাধী তাহলে তার তো ভালো হয়ে যাওয়া উচিত। নাটকে সমাজের নানা অসংগতি তুলে ধরা হয়।

তিনি আরও জানান, তাদের গল্পের মাধ্যমে সমাজের স্থিতিশীলতা যাতে বজায় থাকে সে চেষ্টা সবসময়ই করেন এবং সুস্থ বিনোদন দেওয়ার চেষ্টা করছেন।