উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপের সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। বায়ুচাপের তারতম্যে অধিক্য থাকায় ঝোড়ো হাওয়া ও উঁচু ঢেউয়ের তোড়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো দ্রুত তীরে ফিরে আসছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) পটুয়াখালীর আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে দেখা যায়, শত শত মাছধরা ট্রলার খাপড়াভাঙ্গা নদীর দুই তীরে নোঙর করে অবস্থান নিয়েছে। দূর থেকে দেখলে মনে হয় যেন আলোয় ঝলমল কোনো ছোট শহর। লাল-নীল-সবুজ বাতির ঝলকানি যেন সাগরের সীমানায় জেলেদের এক অসহনীয় অপেক্ষার চিত্র তুলে ধরছে।
আলীপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি জলিল ঘরামী বলেন, গত কিছুদিন আবহাওয়া ভালো থাকায় মাছ ধরতে ট্রলার গিয়েছিল। কিন্তু বুধবার রাত থেকে সমুদ্র উত্তাল হয়ে পড়ে। তাই অধিকাংশ ট্রলার তীরে ফিরে এসেছে। কিছু ট্রলার এখনও বাইরে আছে, তারাও আজ রাতের মধ্যে ফিরে আসবে।
এদিকে, পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এ কারণে উপকূলীয় জেলাগুলোতে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পটুয়াখালীর বিভিন্ন স্থানে ইতোমধ্যে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে এবং নদনদীর পানি কিছুটা বেড়েছে। আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়াবিদরা।