ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

ধানের শীষে ভোট দিলে উন্নয়নের ধারা নিশ্চিত হবে: এবিএম মোশাররফ 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০২:৪৭ পিএম
সমাবেশে কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে সংসদে পাঠাতে পারলে এ এলাকার ব্যাপক উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি। আমরা অতীতে ক্ষমতায় ছিলাম, আবার অন্যরাও এসেছে। কিন্তু আমাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি। ভবিষ্যতেও আমরা এমন কোনো কাজ করব না, যাতে পালিয়ে যেতে হয়।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘স্বৈরাচার শেখ হাসিনার’ পতনের বর্ষপূর্তি উপলক্ষে কলাপাড়ায় অনুষ্ঠিত আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো লুটপাট করে দেউলিয়া করে দিয়েছে। যার ফলে দেশ আজ চরম সংকটে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য জনগণকে আবার ধানের শীষের পক্ষে এক হতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় কলাপাড়া পৌর শহরে বিএনপি উপজেলা ও পৌর শাখা এবং সব সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনের সভামঞ্চে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ ছাড়া একই দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখা পৃথক পৃথক মিছিল ও সমাবেশ আয়োজন করে। মহিপুর ও কুয়াকাটা এলাকাতেও আনন্দ মিছিল এবং সভার আয়োজন করা হয়।