পটুয়াখালীর দশমিনায় অটোরিকশা উল্টে ইমরান বেপারী (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার নলখোলা এলাকায় দশমিনা-গলাচিপা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সৈয়দ জাফর গ্রামের রবিউল বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরান আরজবেগী বাজার থেকে যাত্রী নিয়ে নলখোলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ কুকুর রাস্তা পার হলে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ পাশে উল্টে যায়। এতে ইমরান ছিটকে পড়ে অটোরিকশার নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কিছুক্ষণ পরই তিনি মারা যান।
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবিদা নাসরিন জিতু বলেন, ‘গুরুতর আহত অবস্থায় ইমরানকে হাসপাতালে আনা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, ‘হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’