মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০২:৫৬ পিএম

পটুয়াখালীর দশমিনায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০২:৫৬ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দশমিনা উপজেলার পৃথক অভিযানে ৩৬ পিচ ইয়াবা ও ৬২ গ্রাম গাঁজা সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দেলোয়ার সরদারের ছেলে মেহেদী (২৩), বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের আলতাফ মৃধার ছেলে আরিফুর রহমান (২২), একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মাছুয়াখালী গ্রামের সায়েম মৃধার ছেলে মাহফুজ (২১) ও পার্শ্ববর্তী বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের নেছার শিকদারের ছেলে রাজিব (২২)।

থানা সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দশমিনা থানার উপ-সহকারী পুলিশ গোবিন্দ চন্দ্র সরকার সঙ্গিয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কলোনি বাজারের হেমায়েত আকনের মোদির দোকানে সামনে পাকা সড়কের উপরে গাঁজা বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মেহেদী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৬২ গ্রাম গাঁজা পাওয়া যায়।

এসআই সগীর মিয়া, এএসআই গিয়াস উদ্দিন সঙ্গিয় ও ফোর্স সহ চর হোসনাবাদ এলাকায় আরশেদ সিকদার বাড়ির সামনের সড়কে ইয়াবা ক্রয় বিক্রয়কালে আরিফুর রহমান ও মাহফুজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে এস আই মাসুম বিল্লাহ, সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১ টার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কলোনি বাজারের তসলিম আকনের দোকানের সামনের পাকা সড়কের উপরে ইয়াবা ক্রয় বিক্রয়কালে রাজীবকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, গতকাল রাতে দশমিনা উপজেলার বিভিন্ন স্থান থেকে পৃথক পৃথকভাবে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়। আসামিদেরকে আজ কোর্টে প্রেরণ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!