ঝিনাইদহের মহেশপুরে পূর্বশত্রুতার জেরে দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হাসান আলীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশী মনা বিশ্বাসের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার মাদারবাড়িয়া ইউনিয়নের হুদা-শ্রীরামপুর গ্রামে আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
হাসান আলী ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আর অভিযুক্ত মনা বিশ্বাস একই গ্রামের ইছাহাক বিশ্বাসের ছেলে।
এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে পূর্বশত্রুতার জেরে হাসান আলীর প্রতিবেশী মনা বিশ্বাস তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। এ সময় হাসান আলীর মা নিষেধ করলে মনা বিশ্বাস বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে হাসান আলীর মা ও স্ত্রীকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মা গুরুতর আহত হন। পরে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসান আলী বলেন, “পূর্বপরিকল্পিতভাবে মনা বিশ্বাস আমার বাড়িতে এসে গালাগালি শুরু করে। আমি নিষেধ করলে মনা বিশ্বাস হুকুম দেয়, ‘খুন করে ফেলার।’ সঙ্গে সঙ্গে মনা বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস, শফিকুল বিশ্বাসের ছেলে রবুল, শিমুল, রোকসানা, হাসি খাতুন ও পাখি খাতুন আমার মায়ের চুল ধরে টানতে থাকে এবং বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। মনা বিশ্বাসের হাতে থাকা রড দিয়ে আমার মাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে গেলে তিনি বাম হাত দিয়ে ঠেকান। এতে তার বাম হাতের কব্জি ভেঙে যায়।”
তিনি আরও জানান, ‘আমার স্ত্রী মদিনা খাতুন (২৫) ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এক পর্যায়ে তার গলায় থাকা দুই ভরি ওজনের স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা) ছিনিয়ে নেয় তারা। আমার মা ও স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আমি তাদের খবর পাই এবং আহতদের ভ্যানযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।’
এ বিষয়ে মহেশপুর থানার এসআই হানান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন