বিশিষ্ট ইসলামি বক্তা ও খ্যাতিমান চিন্তাবিদ ড. জাকির নায়েকের সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে তার কর্মসূচি পালন করবেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে কী বলবেন, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এরকম কিছু শুনিনি। এটা আপনার (প্রশ্নকারী সাংবাদিক) কাছ থেকেই প্রথম শুনলাম।’
এর আগে, স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে আগামী নভেম্বরে এক ‘মেগা লেকচার ইভেন্টে’ অংশ নিতে খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক বাংলাদেশে আসছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।
আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ও স্থান ঘোষণা করা হবে।
আলী রাজ বলেন, ‘প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। তবে শুধু ঢাকাতেই নয়, রাজধানীর বাইরেও এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের।’
তিনি আরও জানান, ‘ড. জাকির নায়েকের এই সফর কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, পুরো অনুষ্ঠানটি পরিচালিত হবে একটি চ্যারিটি প্রোগ্রাম হিসেবে।’
দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বখ্যাত এই ইসলামি বক্তার আগমনকে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক অনুপ্রেরণামূলক ও ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন