পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ ধরার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৫ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে কাউখালী উপজেলা মৎস্য বিভাগের অভিযানে উপজেলার সন্ধ্যা ও কঁচা নদী থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাউখালি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা চারজন জেলেকে ৩ দিন করে এবং একজন জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
তিন দিনের সাজাপ্রাপ্তরা হলেন কেশরতা গ্রামের রাজু খান, মো. জাফর, বেকুটিয়া গ্রামের হাসান হাওলাদার ও মাইনুল। ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হলেন পিরোজপুরের রানীপুর গ্রামের রশিদ শেখ।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, “নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অভিযোগে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।” তিনি আরও বলেন, “মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চলমান রয়েছে, যা আজ (২৫ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে।”

