রাঙামাটিতে বনফুল সুইটসকে ডেইট ফেল তথা মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে অর্থদন্ড করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে রাঙামাটি শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ বনফুল সুইটসকে ভ্রাম্যমান আদালত এই জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, রাঙামাটি বনরুপাস্থ বিলাস বহুল বনফুল সুইটস প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্তু তাদের ভিতরের খবর কেউ রাখে না। প্রায় সময় তারা মেয়াদোত্তীর্ণ জিনিসপত্র বিক্রি করে থাকে। যা সাধারণ মানুষের চোখে পাকি দিয়ে তারা প্রতিনিয়ত মানুষ ঠকিয়ে এসছে।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তো আর প্রতিদিন তাদের প্রতিষ্ঠানে যায়নি। আজ হঠাৎ সরেজমিনে গিয়ে মেয়াদোত্তীর্ণ জিনিসপত্র পেয়েছে। বনফুল শুধু সাইনবোর্ড ঝুলিয়ে রাঙামাটি হতে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটিকে আরো সচেতন ও দায়িত্বশীল হওয়া দরকার বলে আমরা মনে করি। তাদের বিরুদ্ধে পূর্বেও অভিযোগ উঠেছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী আতিকুর রহমান বলেন, বনফুল সুইটসে মেয়াদোত্তীর্ণ ছোট গোল কেক ও পাউরুটি মেয়াদোত্তীর্ণ পাওয়া গেছে। সে সুবাদে প্রথম অবস্থায় সর্তকতা অবলম্বনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতে এধরনের কার্যকলাম যেন পরিবেশিত না হয় সে জন্য বনফুল সুইটসকে সচেতন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :