রাজবাড়ীর কালুখালীতে স্ত্রীকে হার্টের ওষুধ আনতে পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন আলাউদ্দিন শেখ (৫০) নামে এক শারীরিক প্রতিবন্ধী।
বুধবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোতমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত কুরমান শেখের ছেলে। জন্ম থেকেই একটি পা চিকন হওয়ায় তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। আগে বাড়ির পাশে ছোট্ট মুদি দোকান চালালেও অসুস্থতার কারণে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন। বর্তমানে দোকান পরিচালনা করেন তার নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে আলিফ শেখ।
আলাউদ্দিনের স্ত্রী নাসিমা বেগম জানান, এক বছর আগে স্ট্রোক করে স্বামীর শরীরের এক পাশ প্যারালাইজড হয়ে যায়। ডায়াবেটিস, হার্টের সমস্যা ও চোখের রোগেও ভুগছিলেন তিনি। সম্প্রতি চোখের অপারেশন করলেও দৃষ্টি ফিরে পাননি।
নাসিমা বেগম বলেন, ‘সকালে ভাত-রুটি খাইয়ে মাথায় পানি দিই। পরে তিনি বলেন, হার্টের সমস্যা বেড়েছে, যেন ওষুধ এনে দিই। দুপুরে বারান্দার চৌকিতে শুইয়ে রেখে বাজারে যাই। ফিরে এসে দেখি, বাঁশের আড়ায় রশি বেঁধে ফাঁস দিয়েছেন।’
স্ত্রীর ধারণা, দীর্ঘদিনের অসুস্থতা ও যন্ত্রণায় কষ্ট পেয়ে স্বামী আত্মহত্যা করেছেন।
কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন