ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নবদম্পতি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:৫৭ এএম
নবদম্পতি শ্রাবণী ভাদুরী ও সঞ্জয় মণ্ডল। ছবি- রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নবদম্পতি শ্রাবণী ভাদুরী (২১) ও সঞ্জয় মণ্ডল (২৫)। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রাবণীর, আর গুরুতর আহত সঞ্জয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালি উপজেলার জান নগর গ্রামের বাসিন্দা সঞ্জয় মণ্ডল মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে দৌলতদিয়া ঘাট হয়ে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শ্রাবণীর মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে দুজনকেই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শ্রাবণীকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরীফ ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শ্রাবণী মারা যান। সঞ্জয়কে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, আহত সঞ্জয়ের জাতীয় পরিচয়পত্র থেকে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত শ্রাবণীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।