ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

নুরাল পাগলার মরদেহ উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৪:২৪ পিএম
আব্দুল লতিফ। রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফকে (৩৫) মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আসামি অপু কাজীর আদালতে দেওয়া জবানবন্দিতে লতিফ হুজুরের নাম উঠে আসে। পরে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। লতিফসহ অভি মন্ডল রঞ্জু নামের আরেক জনকেও গ্রেপ্তার করা হয়েছে। 

এ মামলায় এখন পর্যন্ত দুজন এবং হামলা ও ভাঙচুর মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর বিক্ষোভ থেকে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনা ঘটে। এতে বহু মানুষ আহত হয় এবং ভক্ত রাসেল মোল্লা নামে একজন নিহত হন।