উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোর বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তা কমিটির ৩৮তম বৈঠকে অংশ নিয়েছে কাতার।
মঙ্গলবার ২০ মে থেকে ২১ মে ২০২৫ তারিখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
এ বৈঠকে কাতারের প্রতিনিধিত্ব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে কাতার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিমানবন্দর নিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক মেজর জায়েদ রশিদ আল-নাইমি।
বৈঠকে জিসিসিভুক্ত দেশগুলোর বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা জোরদার, নিরাপত্তা সম্পর্কিত অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়ন—এ সকল বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত প্রস্তুতির ওপরও গুরুত্বারোপ করা হয়।
জিসিসি দেশগুলোর মধ্যে নিরাপত্তা ক্ষেত্রের এই ধরনের নিয়মিত সমন্বয় ও বৈঠক সদস্য দেশগুলোর পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :