বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দল।
মঙ্গলবার (২০ মে) বিকেল পাঁচটায় কলকাতা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও ঢাকায় প্রবল ঝড়-বৃষ্টির কারণে ইন্ডিগোর ফ্লাইটটি অবতরণ করতে পারেনি।
বৈরী আবহাওয়ার কারণে ভারতের ইন্ডিগোর ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে যায়। কলকাতা থেকে সেই ফ্লাইট পুনরায় আবারও ঢাকায় এসে পৌঁছেছে সন্ধ্যা পৌনে আটটার পর।
সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ভারতের অরুণাচল প্রদেশে গিয়েছিল। গত রোববার ফাইনালে টাইব্রেকারে ভারতের কাছে হেরে রানার্সআপ হয় লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার দলটি অরুণাচল থেকে কলকাতায় আসে এবং মঙ্গলবার (২০ মে) বিকেলে কলকাতা থেকে ঢাকায় ফেরার পথে বিপত্তির মুখে পড়ে।
বিকেল থেকে ঢাকায় শুরু হওয়া ঝড়-বৃষ্টির কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ফ্লাইটটি কলকাতায় ফিরে যেতে বাধ্য হয়। এতে দলের খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়।
তবে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। সন্ধ্যা সাতটার একটু আগে আবারও কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা। জরুরি অবতরণের পর বাংলাদেশ দলের ফুটবলাররা কলকাতায় বিমানের মধ্যেই অপেক্ষা করছিলেন।
অবশেষে ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল বিমানবন্দর থেকে সরাসরি বাফুফে ভবনে যাবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন