হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ বশিরুল্লাহ রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, ‘চাঁদাবাজদের সামলান, না হলে জনগণ ফ্যাসিস্টকে যেভাবে বিতাড়িত করেছে সেভাবে আপনাদেরকেও বিতাড়িত করবে। ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কাজ করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একচুল ছাড় দেব না।’
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজশাহী নগরীর দড়িখরবো এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগর ও জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বশিরুল্লাহ আরও বলেন, ‘আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবুনগরীসহ বহু আলেম-ওলামার ত্যাগের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই সংগঠনকে রাজনৈতিক লেজুড়বৃত্তিক করার চেষ্টা করা হলে আমরা তা রুখে দেব। আমরা ভারতের আধিপত্য চাই না, আমরা আমেরিকার গোলাামিও করতে চাই না। মানবাধিকার রক্ষার নামে বাংলাদেশে পশ্চিমা আধিপত্য আমরা মেনে নেব না।’ কথিত নারী কমিশনের নারী সংস্কার বাস্তবায়ন হলে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বীপ বলেন, হেফাজতকে রাজনীতি ও নির্বাচনের স্বার্থে ব্যবহার করা হবে কি না সেটি নিয়ে সংশয় রয়েছে। তিনি হেফাজতের কেন্দ্রীয় নেতাদের সংগঠনের ভেতরে বিভক্তি দূর করার আহ্বান জানান।
পরে রাজশাহী জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়। এতে মহানগর কমিটির সভাপতি করা হয়েছে মুফতি হুসাইন ও মহানগর সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি আব্দুস সবুর সিরাজীকে। এছাড়া জেলা কমিটির সভাপতি করা হয় মাওলানা শহীদুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ইমরান উদ্দিন।