ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৭:০৮ এএম
ছবি- সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল খালেক (৭০) নামের এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক সোহেল (২৫), যিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কে উপজেলা পরিষদের ২ নম্বর গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত মহিরুদ্দিনের ছেলে। আহত সোহেল গণ্ডগোহালী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, মোটরসাইকেল চালক সোহেল নিজ বাড়ি থেকে পুঠিয়া বাজারের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোহেলকে প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি মো. কবির হোসেন বলেন, ‘এই সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’