রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ও মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
পুঠিয়া উপজেলায় মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হন এবং দুর্গাপুর উপজেলায় ভ্যানগাড়ি ও ট্রাকের সংঘর্ষে এক ভ্যানচালক প্রাণ হারান।
নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী দুর্গাপুর উপজেলার কিশমতগনকৌড় ইউনিয়নের আড়ইল গ্রামের আবু ছাইদের ছেলে শাহীন (২৩), আফসার আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও চারঘাট উপজেলার ভ্যানচালক সুজন (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শাহীন ও দেলোয়ার হোসেন মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে ফিরছিলেন।
পথিমধ্যে পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া গোডাউন মোড়ে তাদের মোটরসাইকেল একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে সড়কে ছিটকে পড়েন তারা। তখন বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দেয়।
স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহীন মারা যান। পরে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেনও মারা যান।
এদিকে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দুর্গাপুর-শিবপুর প্রধান সড়ক দিয়ে কয়লাবোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক সুজন নিহত হন। তার বাড়ি চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।
দুর্গাপুর থানার ওসি আতিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।