শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৭:৩০ পিএম

দুর্গাপুরের সাত ইউনিয়নের ছয়টিতে বিএনপির আংশিক কমিটি ঘোষণা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৭:৩০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার সাত ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নে আংশিক কমিটি ঘোষণা করেছে উপজেলা বিএনপি। ঘোষিত এই কমিটির মেয়াদ দুই বছর নির্ধারণ করা হয়েছে। তবে সাংগঠনিক জটিলতার কারণে একটি ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়নি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষিত কমিটির তালিকা প্রকাশ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন।

রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনের স্বাক্ষর সম্বলিত দলীয় প্যাডে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন।

সদ্য ঘোষিত কমিটিতে দেখা গেছে:

  • ১নং নওপাড়া ইউনিয়নে সভাপতি পদে আব্দুল আলী মাস্টার ও সাধারণ সম্পাদক পদে রহিদুল ইসলামকে মনোনীত করা হয়েছে। ওই কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম প্রামানিক, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক পদে আলহাজ গোলাম রাব্বানী কাজী ও সাংগঠনিক সম্পাদক পদে দেসের আলীকেও মনোনীত করা হয়েছে।
  • ২নং কিশমত গনকৈড় ইউনিয়নে সভাপতি পদে আব্দুল আলিম সরকার ও সাধারণ সম্পাদক পদে জমির উদ্দিন মোল্লা, সিনিয়র সহসভাপতি পদে প্রভাষক ফজলুর রহমান, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক পদে বুলবুল খন্দকার ও সাংগঠনিক সম্পাদক পদে সেকেন্দার আলীকে মনোনীত করা হয়েছে।
  • ৩নং পানানগর ইউনিয়নে সভাপতি পদে খন্দকার মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক পদে রকিব উদ্দিন, সিনিয়র সহসভাপতি পদে কাজী ফজলুর রহমান, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক পদে রাজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে রহিদুল ইসলাম রিপনকে মনোনীত করা হয়েছে।
  • ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নে সভাপতি পদে আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা, সিনিয়র সহসভাপতি পদে জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব আলিফ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে শহিদুল ইসলাম লালবরকে মনোনীত করা হয়েছে।
  • ৫নং ঝালুকা ইউনিয়নে সভাপতি পদে ইন্তাজ আলী ও সাধারণ সম্পাদক পদে জিল্লুর রহমান, সিনিয়র সহসভাপতি পদে বেলাল হোসেন, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক পদে আলীমুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে ইউনূস আলীকে মনোনীত করা হয়েছে।
  • ৭নং জয়নগর ইউনিয়নে সভাপতি মাহাবুর রহমান সান্টু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি শামসুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন।

আংশিক কমিটি হলেও ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পুনরায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন।

এর আগে প্রতিটি ইউনিয়নে কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রার্থীরা পদের জন্য নিজেদের নাম প্রস্তাব করেন। প্রস্তাবিত নাম যাচাই-বাছাই করে আংশিক কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।

সাংগঠনিক জটিলতার কারণে ৬নং মাড়িয়া ইউনিয়নের কমিটি এখনো গঠন ও ঘোষণা করা হয়নি। তবে শীঘ্রই মাড়িয়া ইউনিয়নের কমিটি গঠিত হয়ে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Link copied!