ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : চিকিৎসক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০২:৪১ পিএম
তাওসিফ রহমান ও চিকিৎসক। ছবি- সংগৃহীত

রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনের (১৯) মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তারা এ তথ্য নিশ্চিত করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কফিল উদ্দিন এবং প্রভাষক শারমিন সোবহান কাবেরী ময়নাতদন্ত সম্পন্ন করেন। প্রায় ৩০ মিনিটের ময়নাতদন্ত শেষে মরদেহ দুপুরে জামালপুরের গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. কফিল উদ্দিন বলেন, তাওসিফের ডান উরু, ডান পা ও বাহুতে ধারালো ও চোখা অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এসব স্থানে রক্তনালী কেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে তাওসিফের গলায় কালশিটে দাগের কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসক জানান, নরম কাপড় দিয়ে শ্বাসরোধের চেষ্টা করলে এমন দাগ হতে পারে। তবে এটি মৃত্যুর প্রধান কারণ নয়। তিনি আরও বলেন, ধারালো অস্ত্রের আঘাত ও শ্বাসরোধ- দুটি ঘটনাই একই সময়ের মধ্যে ঘটানো হয়েছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনাটি এখনও মামলার পর্যায়ে যায়নি, তবে প্রক্রিয়া চলছে। হামলাকারী লিমন মিয়া পুলিশের নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকার ভাড়া বাসায় তাওসিফ খুন হন। হামলার সময় তাওসিফের মা তাসমিন নাহার লুসীও আহত হন এবং বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসক শংকর কুমার বিশ্বাস জানান, তার অবস্থা উন্নতির দিকে। হামলাকারী লিমনও ধস্তাধস্তির সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।