রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ভারী বর্ষণে পাহাড় ধসে বন্ধ হয়ে যায় সাজেকগামী সড়ক যোগাযোগ ব্যবস্থা। বুধবার গভীর রাতে টানা বৃষ্টির ফলে অন্তত তিনটি স্থানে পাহাড় ধসে পড়লে সড়কে যান চলাচলে বাধার সৃষ্টি হয়। ফলে আটকে যায় যানবাহন ও ৪২৫ জন পর্যটক।
এ খবর পাওয়ার পর বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকেই উদ্ধারকাজে নামে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসন। সম্মিলিত চেষ্টায় বিকালে মাটি ও গাছপালা সরিয়ে ফেলা হয় সড়ক থেকে। দীর্ঘ ১০ ঘণ্টা পর পুনরায় সচল হয় সাজেকের সড়ক যোগাযোগ ব্যবস্থা।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে সব পর্যটকই নিরাপদে আছেন এবং ধাপে ধাপে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, বুধবার রাতে বাঘাইছড়িতে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে সাজেক সড়কের অন্তত তিন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। ফলে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েন।
পরে খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন মাটি সরানোর কাজ শুরু করলে সড়ক সচল হয়। আর আটকা পড়া পর্যটকরা নিরাপদে তাদের গন্তব্যে ফিরে যান।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন