ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, ২ হাজার মানুষ পানিবন্দি

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৮:০২ পিএম
পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। ছবি- রূপালী বাংলাদেশ

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি ও টানা ভারী বর্ষণে বাঘাইছড়ি উপজেলায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাহাড়ি ঢলে বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। এতে অন্তত দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাচালং ও মাচালং নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় বাঘাইছড়ি পৌর শহরের মাস্টারপাড়া, মুসলিম ব্লক, হাজীপাড়া, এফ-ব্লক, মাধ্যমপাড়া, কলেজপাড়া এবং উপজেলা সদরের আরও কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়ে।

একইসঙ্গে বাঘাইছড়ি উপজেলা সদর-বাবুপাড়া, সদর-মাস্টারপাড়া, বটতলী-উগলছড়ি, সদর-করেঙ্গাতলী ও সদর-দুরছড়ি সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, উপজেলা সদরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। প্রায় দুই হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আমরা প্রাথমিকভাবে ৫৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছি, তবে এখনো অধিকাংশ মানুষ নিজ ঘরেই অবস্থান করছেন। কিছু পরিবার আশ্রয়কেন্দ্রে যাওয়া শুরু করেছে।

এদিকে রাঙামাটি শহরের আসাম-রাঙ্গাপানি সড়কের একটি অংশেও পানি উঠে যাওয়ায় সেখানেও যান চলাচল ব্যাহত হচ্ছে।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা কার্যক্রম ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।