সাতক্ষীরার দেবহাটায় মহানবী হজরত মুহাম্মদ (স.) ও মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শহিদুল ইসলাম (৭২) নামে এক মুক্তিযোদ্ধাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) সকালে তাকে পারুলিয়া বাজার থেকে আটক করা হয়।
আটক মুক্তিযোদ্ধা উত্তর পারুলিয়া এলাকার মৃত জিয়াদ আলী মোড়লের ছেলে।
দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, সকালে পারুলিয়া বাজারে বসে ওই মুক্তিযোদ্ধা মহানবী হজরত মুহাম্মদ (স.) ও দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় কটূক্তি করতে থাকেন। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশ সোপার্দ করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পারুলিয়া এলাকার ইলিয়াস গাজীর ছেলে মুজাহিদ ইসলাম গাজী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা প্রক্রিয়াধীন।