ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

অপরাধ করলে ছাড় নেই: বিএনপি নেতা হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৮:১৭ পিএম
সাতক্ষীরার তালায় ওয়ার্ড সম্মেলনে বক্তব্য দেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপিতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক এবং সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, ‘যারা দলের নাম ভাঙিয়ে এ ধরনের কার্যকলাপে লিপ্ত হবে, তাদের দলে কোনো জায়গা নেই। দল যারই হোক, অপরাধ করলে ছাড় নেই।’

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদীর সভাপতিত্বে এবং মাগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, মাগুরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. আবদুল খালেক ও সাইদুর রহমান সাইদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মাগুরা ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডে কণ্ঠভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নেতৃবৃন্দ নির্বাচিত হন।