ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

সাতক্ষীরায় আ. লীগ নেতার করা আলোচিত ডাকাতির মামলায় সবাই খালাস

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৫:৪৮ পিএম
মামলায় খালাস পাওয়া ৬ ব্যক্তি। ছবি- রূপালী বাংলাদেশ

পতিত আওয়ামী সরকারের দলীয় এক নেতার করা আলোচিত ছিনতাই ও ডাকাতি মামলায় খালাস পেয়েছেন সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ সকল আসামি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ মো. সানাউল হক এই রায় ঘোষণা করেন।

খালাসপ্রাপ্তরা হলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এস. এম. নজরুল ইসলাম (৫৫), আটারই গ্রামের মজিবর গাজী (৪৫), শাহপুর গ্রামের সেলিম গাজী (৩৫) ও রফিকুল মোল্লা (৪২)।

মামলায় বাদী অভিযোগ করেন, ২০১৭ সালের ১২ জুলাই তালার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেন আসামিরা। এ ঘটনায় তালার আটারই গ্রামের মোকাম আলী গাজীর ছেলে জিএম আলাউদ্দীন বাদী হয়ে মামলা দায়ের করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুজ্জামান বলেন, ‘গেল ২৭ জুলাই বিজ্ঞ আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আজ রায় ঘোষণার দিন ধার্য ছিল। পরিকল্পিতভাবে আসামিদের ফাঁসাতে সাজানো ছিনতাই ও ডাকাতি মামলা করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসাবশত প্রতিপক্ষকে দমন করতে এ মামলার উৎপত্তি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ন্যায়বিচার পেয়েছি। আদালত মামলাটি থেকে সকল আসামিকে খালাস দিয়েছেন।’

তালা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস. এম. নজরুল ইসলাম বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। ২০১৬ সালের নির্বাচনে জনগণের ভোটে আমি বিজয়ী হয়েও আওয়ামী লীগ প্রার্থীকে নৌকা প্রতীকের কারণে জয়ী ঘোষণা করা হয়। এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ইন্ধনে আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা দায়ের করা হয়।’

তিনি আরও বলেন, ‘একটি মামলায় আদালত খালাস দিয়েছেন। আমি ন্যায়বিচার পেয়েছি।’