সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকায় টাস্কফোর্স অভিযানে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টার এ অভিযান পরিচালনা করে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিকনির্দেশনায় যৌথ বাহিনী।
অভিযানে অংশগ্রহণ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকার, সহকারী কমিশনার (ভূমি), ঔষধ প্রশাসনের পরিদর্শক মো. বাশারাফ হোসেন, ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর নেতৃত্বে ২০ জন বিজিবি সদস্য এবং ৫ জন পুলিশ সদস্য।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ফার্মেসিতে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে মজুত ও প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়।
অভিযান চলাকালে ‘মেসার্স রুকাইয়া ফার্মেসি’র মালিক মো. শাহাজান কবীর এবং ‘মেসার্স জবা ফার্মেসি’র মালিক মো. মোরতাজা হোসেনকে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০(খ) ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
জব্দকৃত নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় স্থানীয় জনগণ বিজিবির এমন জনস্বার্থ সংশ্লিষ্ট উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। জনসচেতনতা ও জনস্বাস্থ্যের স্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি ওঠে স্থানীয়দের পক্ষ থেকে।