ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

বিয়ানীবাজারে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০২:১৩ এএম
বিয়ানীবাজার প্রেসক্লাব আয়োজিত শনিবার দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত বিকাশ সাধনে সহায়ক। আধুনিক সাংবাদিকতার এই সময়ে প্রযুক্তি এবং দক্ষতার কোন বিকল্প নেই। বেশি করে জানা এবং শেখার ক্ষেত্রে সকল জড়তা অপসারণ করতে হবে। আর সাংবাদিকতায় তৃতীয় চক্ষু হতে হবে জিজ্ঞাসু মনোভাবের। সাধারণ মানুষ যেটা দেখে সেটা সাংবাদিকরাও দেখেন। তবে এই দেখার মধ্যে সাংবাদিকরা নতুন কিছু খোঁজার চেষ্টা করেন। আর যে যত বেশি তৃতীয় চক্ষুর অনুসন্ধান চালায়, সে তত নির্ভিক সাংবাদিক হিসেবে পরিচিতি পায়। কথাগুলো বলেছেন- এটিএন বাংলার কারেন্ট এ্যাফেয়ার্স হেড ও চিফ রিপোর্টার একরামুল হক সায়েম।

সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাব আয়োজিত শনিবার দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে একরামুল হক সায়েম বলেন, সাংবাদিকতার উর্বর জনপদ খ্যাত বিয়ানীবাজারের সুনাম রক্ষায় সবাইকে কাজ করতে হবে।

মফস্বল সাংবাদিকদের চ্যালেঞ্জ নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, সাংবাদিকরা হেঁটে চললেও সংবাদের রহস্য খোঁজেন। এটা সমাজপতিদের অনেকেই ভালোভাবে দেখে না।

প্রায় অর্ধশত প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে কর্মশালায় বাংলা বানানরীতি নিয়ে একটি পর্ব পরিচালনা করেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়সল আহমদ, সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি, কলামিষ্ট ও সিনিয়র সাংবাদিক আতাউর রহমান।

পৌরশহরের কলেজ রোডের একটি রেস্টরেন্টে কর্মশালা পরবর্তী সনদ বিতরণী অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি সজীব ভট্রাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নাগরীলিপি গবেষক ও সাহিত্যিক মোস্তফা সেলিম, প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়জুল হক শিমুল, যুগ্ম সম্পাদক মাছুম আহমদ, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, সিলেট-৬ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী হাফিজ ফখরুল ইসলামের প্রতিনিধি পৌর জমিয়তের সেক্রেটারী হাফিজ আব্দুল্লাহ, সাহিত্য সংগঠক আজিজ ইবনে গণি ও প্রভাষক বিজিত আচার্য।

এ ছাড়াও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু, দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, কার্যকরী সদস্য আবুল হাসান, এম এ ওমর, আমিনুল হক দিলু, সাকের আহমদ, জসীম উদ্দিন, মিছবাহ উদ্দিন পুরো কর্মশালা সমন্বয় করেন।
 
প্রশিক্ষণে অংশ নেন ইকবাল হোসেন, রুহেল আহমদ, ইমাম হাসনাত সাজু, সাদিক হোসেন এপলু, হাফিজুর রহমান তামিম, মাকসুদ মনি, ছরওয়ার খান, আব্দুল জব্বার, মিজানুর রহমান মুন্না, মাহমুদুর রহমান, শরীফ আহমদ, অরুণ বৈদ্য, অজয় দাস, সাহেলা বেগম, ইভা, বাবলু হোসেন, আলম শাওন, এহসানুল হক, মুশফাকুর রহমান, শোয়েব আহমদ, আব্দুল কাদির রাজু, ছালেহ আহমদ, জিবান, মুক্তা, আবু বক্কর সিদ্দীক সুমন, আবুল হাসান আহমদ, সানজু,  মুমিনুর রহমান রিপন ও আব্দুল করিম প্রমুখ।
 
কর্মশালায় অংশ নেয়া প্রশিক্ষণার্থীরা এমন আয়োজনের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং বেশি করে এ ধরণের আয়োজনের তাগিদ দেন।

এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য আলী আহমদ বেবুল, সিলেট-৬ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী হাফিজ ফখরুল ইসলাম, ক্যান্সার হাসপাতালের পরিচালক ফরহাদ হোসেন টিপু, সমাজকর্মী নুরুল ইসলাম লিমন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিষ্ট্রার ডা. আবু ইসহাক আজাদ, ও কানাডা প্রবাসী ক্রীড়া সংগঠক এম এইচ মনসুর