সাতক্ষীরা শহরে দুর্ধর্ষ চুরির শিকার হয়েছেন আরটিভির জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী।
বুধবার (১ অক্টোবর) রাত আটটার দিকে পুলিশ লাইনের সামনে মেহেদীবাগ এলাকার তার বাসায় এ ঘটনা ঘটে।
সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি বাড়ি ফিরে দেখেন প্রধান গেটসহ সকল ঘরের দরজার তালা ভাঙা। ঘরের আলমিরা ও ওয়ারড্রব ভেঙে সমস্ত জিনিসপত্র ঘরের মধ্যে তছনছ করে ফেলে রাখা। দুর্বৃত্তরা ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ৯ লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি টাকারও বেশি মূল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে।
চোরেরা নগদ ৮ লাখ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালংকারসহ এক কোটি টাকারও বেশি মূল্যের মালামাল নিয়ে গেছে। সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এর মাত্র ২৪ ঘণ্টা আগে শহরের নারিকেলতলা পূজা মণ্ডপের পাশের একটি বাড়ি থেকেও প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন