বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১২:১৬ পিএম

ছুটিতে রাজধানীতে নেই যানজট-কোলাহল, নগরজীবনে স্বস্তি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১২:১৬ পিএম

ছুটিতে ব্যস্ত নগরী ঢাকার রাস্তাঘাট অনেকটা ফাঁকা।  ছবি- সংগৃহীত

ছুটিতে ব্যস্ত নগরী ঢাকার রাস্তাঘাট অনেকটা ফাঁকা। ছবি- সংগৃহীত

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটিতে কর্মব্যস্ত রাজধানী ঢাকা পেয়েছে এক বিরল প্রশান্তি। চারদিকের চিরচেনা যানজট ও কোলাহল যেন হঠাৎই উধাও হয়ে গেছে।

জনস্রোতে ভরপুর সড়কগুলো এখন ফাঁকা, আর ব্যস্ততার শহর হয়ে উঠেছে শান্ত ও স্বস্তির। ঢাকার অধিকাংশ সড়কে নেই গাড়ির লম্বা লাইন, নেই হর্নের শব্দ-এ যেন এক ব্যতিক্রমী ঢাকার চেহারা।

স্বাভাবিক কর্মদিবসে যেখানে রাজধানীর প্রতিটি মোড়েই যানজটে দীর্ঘসময় আটকে থাকতে হয়, সেখানে এখন অধিকাংশ সড়কই প্রায় ফাঁকা। মিরপুর, ফার্মগেট, শাহবাগ, বনানী, রামপুরা, খিলক্ষেত ও উত্তরাসহ প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ নেই বললেই চলে।

তবে অল্প কিছু রিকশা, অটোরিকশা এবং প্রাইভেট কার চলাচল করলেও যাত্রী কম থাকায় চালকরা অলস সময় পার করছেন। কোথাও কোথাও দেখা গেছে, অটোরিকশা চালকেরা অতিরিক্ত ভাড়া চাইছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

ছুটির দিন হওয়ায় বাসে যাত্রীর সংখ্যা অনেক কম। অনেক বাসের হেল্পারদের দেখা গেছে মোড়ে মোড়ে যাত্রী ডাকতে, যা সচরাচর হয় না। বাসের সিট ফাঁকা, কোথাও কোথাও যাত্রীশূন্যই বলা চলে। তবে মেট্রোরেলে যাত্রীদের তুলনামূলক বেশি উপস্থিতি দেখা গেছে।

শ্যামলী থেকে শাহবাগগামী যাত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘অন্যদিন যেখানে এক ঘণ্টা লাগত, আজ মাত্র ২০ মিনিটে পৌঁছে গেছি। বাসেও কোনো ভিড় নেই, বেশিরভাগ সিট খালি।’

একই অভিজ্ঞতা শাহরিয়ার হাসানেরও, যিনি প্রতিদিন মিরপুরের একটি ক্লিনিকে যান। আজ তার যাত্রাটা ছিল অনেকটাই সহজ ও আরামদায়ক।

শাহবাগ মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক সদস্য মো. আব্দুস ছামাদ জানান, ‘সাধারণত শাহবাগ খুব ব্যস্ত এলাকা। কিন্তু গত দুদিন ধরে বেশ ফাঁকা। কিছু অ্যাম্বুলেন্স ছাড়া গাড়ির চলাচল নেই বললেই চলে।’

তবে আজ দুর্গাপূজার বিসর্জন উপলক্ষে দুপুরের পর থেকে শহরে মানুষের উপস্থিতি ও যান চলাচল কিছুটা বাড়তে পারে বলে জানান তিনি।

এদিকে, দীর্ঘ ছুটিকে ঘিরে অনেকেই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। কেউ কেউ আবার শহরের মধ্যেই বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে বের হয়েছেন। ফলে রাজধানীজুড়ে জনসাধারণের উপস্থিতি একেবারেই সীমিত।

Link copied!