সাতক্ষীরায় বোনের চল্লিশার জন্য মুরগি কিনতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর নাজমুল হক পল্লব (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহরের কোমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পল্লব সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর কাজীপাড়ার বাসিন্দা ও অ্যাডভোকেট শামছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, পল্লব তার বড় বোনের চল্লিশা উপলক্ষে কোমরপুর এলাকার একটি খামার থেকে মুরগি কিনে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তিনি মৃত্যুবরণ করেন।
ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা ও পল্লবের বন্ধু জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। পথেই পল্লবকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল, তবে তার আগেই তিনি মারা যান।
জানা গেছে, মাসখানেক আগে পল্লবের বড় বোন ইন্তেকাল করেন। চল্লিশা উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবেই তিনি মুরগি কিনতে গিয়েছিলেন। তাদের পরিবারের আরেক ভাই বর্তমানে যুক্তরাষ্ট্রে চাকরিরত।
সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন