সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে অপর মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকেরা।
সোমবার (৩ নভেম্বর) রাতে কালিগঞ্জের নলতা হাসপাতাল মোড় এলাকা থেকে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সানি মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন— জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা সাতক্ষীরা-৩ আসনে ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
বক্তারা আরও বলেন, ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দিলে আসনটি বিএনপির জন্য নিশ্চিতভাবে হারানোর ঝুঁকি থাকবে, এমন সতর্কবার্তাও দেন তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন