ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

সুন্দরবনে কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সদস্য আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ১১:৪৮ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সদস্য কামরুল সরদারকে (৫৫) অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৬টায় মোংলা কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।