রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য শেরপুরের নালিতাবাড়ীর বিদ্যালয়গুলোতে চলছে শোকের মাতম।
মঙ্গলবার (২২ জুলাই) জেলার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিহত শিক্ষার্থীদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়গুলোতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করেন। দোয়া মাহফিলে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিদ্যালয়প্রধানরা জানান, কোমলমতি এই শিক্ষার্থীদের অকাল মৃত্যুতে তারা অত্যন্ত শোকাহত। সমাজ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তারা।
আপনার মতামত লিখুন :