সিরাজগঞ্জের পৃথক দুটি এলাকা থেকে তিন নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার নরিনা দাঙ্গাপাড়া গ্রামের স্বপনের স্ত্রী মহনা খাতুন (২২), খাড়ুয়া জংলা গ্রামের সাহান সরকারের স্ত্রী খুশি খাতুন (৪২), বাতিয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী শিরিন খাতুন (৪০) ও চৌহালী উপজেলার অজ্ঞাত এক যুবক।
পুলিশ জানায়, বুধবার (২৩ জুলাই) রাতে দাম্পত্য কলহকে কেন্দ্র করে মহনা গলায় দড়ি দিয়ে ও খুশি খাতুন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
আর বৃহস্পতিবার দুপুরে শিরিন খাতুন বাড়ির পাশের ডোবাতে কাপড় পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে মারা যান। অন্যদিকে দুপুরে চৌহালী উপজেলার যমুনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। গৃহবধূ মহনা ও অজ্ঞাত যুবকের মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এছাড়া কোনো অভিযোগ না থাকায় গৃহবধূ শিরিন খাতুন ও খুশি খাতুনের নিথর দেহ বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।