সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কষ্টি পাথরের তৈরি একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাতে উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে মিরাজ ফকিরের বাড়ি থেকে এ মূর্তিটি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক মিরাজ ফকির পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন: তাড়াশ উপজেলার নওগাঁ মধ্যপাড়া গ্রামের আলমাছ আলীর ছেলে শাহিন আলম (৩০) এবং একই উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫)।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিরাজ ফকিরের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ৩১ কেজি ৫৪০ গ্রাম, দৈর্ঘ্য ২৪ ইঞ্চি ও প্রস্থ ১২ ইঞ্চি। এটি কষ্টি পাথরের তৈরি এবং অত্যন্ত মূল্যবান একটি প্রাচীন বিষ্ণু মূর্তি।
পরে উদ্ধারকৃত মূর্তি ও গ্রেপ্তার দুইজনকে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ‘গ্রেপ্তার দুই পাচারকারীকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’