সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল মেডিক্যাল কলেজ থেকে আমতলা পর্যন্ত সড়কদ্বীপে জমে থাকা আগাছা ও জঙ্গল অপসারণ করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) ভোর থেকে শিয়ালকোল হাট বাজার কমিটির ইজারাদারদের উদ্যোগে এই কাজ স্বেচ্ছাশ্রমে পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে সড়কদ্বীপে জঙ্গল হয়ে ওঠায় বিভিন্ন বিষাক্ত প্রাণীর আবাসস্থল গড়ে ওঠে, যা এলাকাবাসীর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ ছাড়া সড়কটি অপরাধীদের আড্ডাস্থলেও পরিণত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এসব বিবেচনায় নিয়ে হাট কমিটির ইজারাদারগণ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
২০২৫-২৬ অর্থবছরে শিয়ালকোল হাটের ইজারা গ্রহণ করেন রমজান আলী, মমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহেল রানা পিন্টু, সুজন কবির ও আব্দুল মান্নান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা হাটের অবৈধ দখল উচ্ছেদ, রাজস্ব আদায় বৃদ্ধি, চলাচলের সুবিধা নিশ্চিতকরণ এবং খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের জন্য নানা সুবিধা প্রদানসহ পরিবেশ উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেন।
তাদের পরিকল্পনার অংশ হিসেবে হাটের পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের জন্য আলোকসজ্জা স্থাপন ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা জাকারিয়া হোসেন বলেন, ‘এতদিন কেউ এই সমস্যার দিকে নজর দেয়নি। হাট কমিটির ইজারাদাররা নিজেদের উদ্যোগে কাজ করছে দেখে আমরা খুবই খুশি।’
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক নাজমুল হক বলেন, ‘এ ধরনের স্বেচ্ছাসেবী কাজ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি সবাই এগিয়ে আসে, তাহলে আমাদের এলাকা আরও সুন্দর ও নিরাপদ হবে। এই উদ্যোগ শুধু সড়ক নিরাপদ করাই নয়, বরং যুবসমাজের ইতিবাচক ভূমিকাকে আরও উজ্জ্বল করেছে। পরিষদবর্গ সবসময় তাদের ভালো কাজে পাশে থাকবে।’