সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামে সোহেল সামি অটো রাইস মিলে আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা মিলের দুটি বিদ্যুতের মিটার ভেঙে রেখে যায় এবং একটি চিরকুট ফেলে যায়। চিঠিতে ১০ লাখ টাকা না দিলে মিল আগুনে পুড়িয়ে দেওয়া হবে লিখে দেয় দুর্বৃত্তরা। এর আগেও ১০ লাখ টাকার চাঁদা দাবী করে মিলের গেটে চিরকুট ঝুলিয়ে রাখা হয়েছিল বলে জানা যায়।
এ ঘটনার জের ধরে ভোরে অগ্নিকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা ও কামারখন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মিল মালিক আব্দুর রশিদের ছেলে সামিদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই মিলে থাকা প্রায় ১ লাখ টাকার কাপড়ের জুট, ১০০ মন ধান ও পানির মোটর পুড়ে যায়। সব মিলিয়ে ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।