ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে চিকিৎসককে ছুরিকাঘাতের অভিযোগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৯:১৪ এএম
আহত চিকিৎসক গোলাম রব্বানী। ছবি- সংগৃহীত

সুনামগঞ্জ শহরের একটি বেসরকারি ক্লিনিকে আলট্রাসনোগ্রাফির সিরিয়াল ভঙ্গকে কেন্দ্র করে এক চিকিৎসক ছুরিকাঘাতের শিকার হয়েছেন।

অভিযোগ উঠেছে, এ ঘটনায় জড়িত রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রায়হান উদ্দিন ও ছাত্রদল নেতা মুবিন আহমেদ।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে আনিসা হেলথকেয়ারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ক্লিনিক সূত্রে জানা গেছে, সিরিয়াল ভঙ্গ করে রোগী দেখা নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলনেতা রায়হান উদ্দিন ও তার সঙ্গে থাকা ছাত্রদল নেতা মুবিন আহমেদ কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রাব্বানী সোহাগকে মারধর করেন। 

পরে তাকে ছুরিকাঘাত করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত অবস্থায় চিকিৎসক ডা. গোলাম রাব্বানী সোহাগকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত রায়হান উদ্দিন বলেন, ‘আমার সহধর্মিণীকে আনিসা হেলথকেয়ারে চিকিৎসার জন্য নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক কয়েকটি টেস্ট করানোর পরামর্শ দেন। আলট্রাসনোগ্রাফির জন্য দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকি। সিরিয়াল আগে থাকলেও আমার পর যারা আসে, তারা টেস্ট করে চলে যায়।’

তিনি অভিযোগ করেন, ‘বিষয়টি আলট্রাসনোগ্রাফির দায়িত্বরত একজনকে জিজ্ঞেস করলে সে আমাকে গালাগাল করে এবং আক্রমণাত্মক হয়ে কলম দিয়ে আঘাত করে। আমি আত্মরক্ষার্থে ধস্তাধস্তি করি। তার কলমের আঘাতে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।’

আলট্রাসনোগ্রাফির সিরিয়াল ভঙ্গ করায় হামলার ঘটনা ঘটেছে জানিয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আবুল কালাম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার শিকার চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’