ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জে হাওরে ট্রলারডুবি, শিশু ও বৃদ্ধ নিখোঁজ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৪:০৭ পিএম
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে ট্রলারডুবির ঘটনায় এক বৃদ্ধ ও এক শিশু নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধারাম হাওরের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- উপজেলার কেশবপুর গ্রামের সামছুদ্দিন (৬০) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার সাত বছর বয়সী মেয়ে নূসরাত।

এ ঘটনায় নূসরাতের বাবা বাবুল মিয়া (৪৫) আহত হয়েছেন। তাকে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধর্মপাশা থানার পুলিশ ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলমান রয়েছে।

ধর্মপাশা থানার ওসি মো. এনামুল হক জানান, ‘কান্দাপাড়া গ্রাম থেকে একটি ট্রলারে করে সাতজন নারী-পুরুষ ও শিশু মিলে জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামে কনে দেখতে যাচ্ছিলেন। ট্রলারটি হাওরের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল ঢেউয়ের (আফাল) মুখে পড়ে উল্টে যায়। এতে পাঁচজন সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ হন।’