ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

নিখোঁজের ৩ দিন পর নদীতে পাওয়া গেল জমিয়ত নেতার লাশ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১২:১০ পিএম
নিহত মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী। ছবি- সংগৃহীত

সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নপ্রত্যাশী প্রার্থী মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীর মরদেহ পুরনো সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ হন মোস্তাক আহমদ।

পরদিন বুধবার তার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। বৃহস্পতিবার দিনভর সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা তার সন্ধান চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, দিরাই উপজেলার শ্যামনগর এলাকায় পুরান সুরমা নদীর যে স্থানটিতে মরদেহটি পাওয়া গেছে, সেটি দিরাই, শান্তিগঞ্জসহ দুই থানার মিলনস্থল।

দুই থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিয়েছে।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এ টি এম হেলাল বলেন, মাওলানা মোস্তাক গাজীনগরী একজন ভালো মানুষ ছিলেন। তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন। নদীতে তার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল দিরাই ও শান্তিগঞ্জ থানার মিলনস্থল। আমরা দুই থানা মিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছি। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্তও শুরু হয়েছে।