বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৯:৪২ এএম

সিলেট সীমান্তে ৬৬ জনকে পুশইন করল বিএসএফ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৯:৪২ এএম

পুশইনের শিকার হওয়া ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

পুশইনের শিকার হওয়া ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার দুটি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইন হওয়া ৬৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ মে) ভোররাতে উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত দিয়ে এই ঘটনা ঘটে। 

বিজিবি সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৩ শিশু, ১২ নারী ও ৭ পুরুষসহ মোট ৩২ জন বাংলাদেশিকে পুশইন করে। বিষয়টি টের পেয়ে ৪৮ বিজিবির আওতাধীন শ্রীপুর বিওপির টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

পরে রাত সাড়ে ৪টার দিকে একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ৭ শিশু, ৭ নারী ও ৬ পুরুষসহ ২০ জন বাংলাদেশে প্রবেশ করে। মিনাটিলা বিওপির বিজিবি সদস্যরা সেখান থেকেও সবাইকে আটক করতে সক্ষম হন। 

একই রাতে সুনামগঞ্জের নোয়াকোট বিওপির অধীনস্থ ছনবাড়ি সীমান্ত থেকে আরও ১৬ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৬ শিশু রয়েছে।

বিজিবি জানিয়েছে, তারা সবাই কুড়িগ্রাম জেলার ৫টি পরিবারের সদস্য।

শ্রীপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল কাশেম জানান, রাতের নির্জনতার সুযোগে বিএসএফ একাধিক দলে বিভক্ত হয়ে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করায়। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযানে বিজিবি সদস্যরা ৬৬ জন অনুপ্রবেশকারীকে আটক করে।

তিনি আরও জানান, আটককৃতদের অধিকাংশের বাড়ি বাংলাদেশে হলেও তারা ভারতের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সীমান্ত পথে অবৈধ প্রবেশের প্রবণতা বাড়ায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।  

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

রূপালী বাংলাদেশ

Link copied!