বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সিলেট ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৬:৩৭ পিএম

বাইকারদের ফুলেল শুভেচ্ছা জানালেন পুলিশ কমিশনার

সিলেট ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৬:৩৭ পিএম

সিলেট মহানগরীতে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালক ও আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট মহানগরীতে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালক ও আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট মহানগরীর ব্যস্ত সড়কগুলোতে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালক ও আরোহীদের হাতে ফুল তুলে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এ কার্যক্রম শুরু হয়। কমিশনার নিজেই সড়কে দাঁড়িয়ে হেলমেট পরা বাইকারদের ফুল দিয়ে সম্মান জানান। তার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের মূল লক্ষ্য ছিল সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং আদর্শ আচরণকে উৎসাহিত করা।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশ ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘পুলিশ যেন সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করে, সে জন্য সদস্যদের উৎসাহিত করছি। একইসঙ্গে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং সড়ক দুর্ঘটনা হ্রাস করাও আমাদের অন্যতম লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘ট্রাফিক আইন মেনে চলাই নিরাপদ সড়কের পূর্বশর্ত। সবার প্রতি অনুরোধ, নিয়ম মেনে চলুন, নিরাপদ থাকুন।’

পুলিশ কমিশনার জানান, সিলেট শহরে যানজট নিরসনে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এ প্রসঙ্গে তিনি ব্যাটারি চালিত রিকশা বিষয়ে বলেন, ‘এসব রিকশা অনুমোদিত নয়। চালকরা প্রশিক্ষিত নন এবং ট্রাফিক আইনের ব্যাপারে অজ্ঞ। ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি থাকে। সিলেট মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলতে দেওয়া হবে না।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সিলেট শহরকে নিরাপদ ও যানজটমুক্ত করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপই নেব।’

Link copied!