বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সিলেট ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:০৭ পিএম

সিলেটে অবৈধ টমটম-অটোরিকশার বিরুদ্ধে অভিযান

সিলেট ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:০৭ পিএম

অটোরিকশার চার্জিং পয়েন্টে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে ।  ছবি- রূপালী বাংলাদেশ

অটোরিকশার চার্জিং পয়েন্টে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে । ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে। গত তিন দিন ধরে চলমান অভিযানে বুধবার (২৪ সেপ্টেম্বর) শহরের বিভিন্ন এলাকায় গিয়ে এসব যানবাহনের চার্জিং পয়েন্টগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়।

প্রশাসনের সূত্র জানায়, নিবন্ধনহীন এসব যানবাহনের কারণে ট্রাফিক আইন লঙ্ঘন, যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। অভিযানে অনেক অটোরিকশা ও টমটম রাস্তায় থেমে পড়ে। ফলে চালক ও যাত্রীরা বিপাকে পড়লেও সড়কে স্বাভাবিক গতি ফিরে আসে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ অভিযান নগরজুড়ে ধাপে ধাপে চালানো হবে এবং নিয়ম ভাঙলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়কে শৃঙ্খলা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানান, নিবন্ধনবিহীন টমটম ও অটোরিকশা শহরের ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এগুলোর কারণে দুর্ঘটনা এবং যানজট বাড়ছে। তাই জনগণের নিরাপত্তা নিশ্চিতে এ অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, অনিবন্ধিত এসব যানবাহন সড়কে চলাচলের অনুমোদন নেই। তারা ট্রাফিক আইন লঙ্ঘন করছে এবং শহরের পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি করছে। চার্জিং পয়েন্টে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে যেন তারা অবৈধভাবে গাড়ি চালাতে না পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!