রাজধানীর বনানী থানার পুলিশ মহাখালী তিতুমীর কলেজের বিপরীতে একটি আবাসিক হোটেলের ৩০১ নং রুম থেকে কামিনী কান্ত রায় (৬১) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াছিন জানান, বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে আবাসিক হোটেলের তিনতলার ৩০১ নং রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) কামিনী কান্ত রায় ব্যবসায়িক কাজে রংপুর থেকে হোটেলে উঠেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে।
নিহতের গ্রামের বাড়ি রংপুর সদর জেলায় দেবেন্দ্র নাথ রায়ের সন্তান। পেশায় তিনি ব্যবসায়ি ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন